বৈশাখী বলে আমি
কেন বরণ হলাম না
আমায় কেন গান শুনালো না
আমায় নিয়ে মেলার আয়োজন নাই,
সারা দেশব্যাপী।
মহামারী হানা দিয়েছে দেশের ভিতরে
অনুষ্ঠানে জমা হলে,
কুড়ে কুড়ে জীবন খাবে
প্রাণঘাতীরা সব।
যার কারণে বন্ধ হলো
বৈশাখী অনুষ্ঠান
সবাই মিলে প্রার্থনা করো
চলে যাক সংক্রামকটা।
মুক্ত হোক দেশটা
আবার যেন আসতে পারি
বৈশাখী রূপ ধরে।।
রচনাকাল: ১৫-০৪-২০২১
সময়: রাত্রি ১:৪৫ টায়
দিনাজপুর