শুরু হচ্ছে অমর একুশের বই মেলা
বইয়ের মেলায় আছে
শুধু স্টলে স্টলে গাদা গাদা
বইয়ের পালা।

মেলায় দেখা যায়
বই প্রেমীদের ঢল
বিভিন্ন স্টল ঘুরে কিনে
নিজের পছন্দমত লেখকের বই।

মেলায় থাকে লেখক-লেখিকা
সব বয়সের মানুষরা
বই দিবে অনাবিল আনন্দ
মনের খোরাক যোগাবে।

অবসর জীবনে আসবে অনেক স্বস্তি
মনকে রাখবে সতেজ
আয়ু একটু বাঁচাতে সাহায্য করবে
রাশি রাশি জ্ঞান ঢেলে দিবে।

মানব জীবনের গতিটা
সঠিক পথে নিয়ে যাবে
আরও করবে জীবনের
ভুলগুলি সংশোধন,
মেলায় লক্ষ্য করলে দেখা যায়
বই হাতে গেট দিয়ে বেরিয়ে যেতে।।

রচনা কাল:১৬-০৩-২০২১
সময়: দুপুর ১২:১৫ টায়
দিনাজপুর