আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস
নারীদের জন্য সারা বিশ্বে নারী দিবস
পালিত হয়ে থাকে
১৯১১ সালে দিবসটি আন্তর্জাতিকভাবে
স্বীকৃতি পেয়েছে।
এরজন্য নারীদের সকল ক্ষেত্রে
অধিকার দেওয়া হয়েছে
নারীরা আগের চেয়ে অনেক এগিয়ে
নারীদের জন্য আর সামাজিক বাধাটা
তীব্র হয়ে উঠে না।
নারী পুরুষ যৌথভাবে
কাজ করে যাচ্ছে
এতে উন্নয়নের জোয়ার বইয়ে যায়
দেশের নারীদের পুরষ্কার করে সম্মাননা,
দেওয়া হয়ে থাকে।।
রচনা কাল: ০৮-০৩-২০২১
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।