বাঘ শুনে রাগ
ভয়ে যাই জীবন
তবু কেন বাঘের কথা
উঠে বারবার।

আজকে বিশ্ব বাঘ দিবস
প্রানিটিকে প্রাধান্য দেওয়া
পৃথিবীর সব কিছুই প্রয়োজন
তাই তাকে স্মরণ করে।

যত ভয় হোক
বাঘ না থাকলে সুন্দরবন
উজার হতো
বাঘের ভয়ে সেখান
অনেক যেতে ভয় পাই।

বাঘের ভয় করো‌ না
তোমরা হও বাঘের মতো
দুনিয়াটা কাঁপিয়ে তুলো।।

তারিখ:৩০-০৭-২০২২
সময়: সন্ধ্যা ৭:২০ টায়
দিনাজপুর।