বীর খেতাবে ভূষিত হলো
যারা এনেছে দেশ জয় করে
স্বাধীনতার বীরের দল
সবাই আছে শান্তি সুখে,
আর পারবে না হানা দিতে।
মৌমাছির শত কামড়
খেয়েও বুঝি জীবন বাঁচে
হানাদারের এমন কামড়
বাঁচার উপায় নাই ।
ঝড়ের তান্ডব থেমে যায়
আবার গজিয়ে ওঠে
গাছের কচি পাতা
এমন ভাবে শেষ করেছে
বাঁচতে পারেনি আর কেউ,
একাত্তরের কথা
কেউ ভুলে যাবে না।।
রচনাকাল: ২২-০৩-২০২১
সময়: সকাল ৯:৪৫ টায়
দিনাজপুর।