হারিয়ে গেছে বিল
শুয়ে আছি চিল
ভরাট হয়ে গেছে বিল
চিল খাবে মাছ কই?
ভরাট বিলে খুঁজে খুঁজে
হয়রানি হয় চিলটা অনেক।
কেঁদে কেঁদে শুয়ে পড়ে
হায়রে কপাল হবে কি রে?
কোথায় যাবোমাছ খেতে
ভাবনা করে দেখি তারে।
ভাগ্যে যদি জুটে মাছ
খেতে পাবো পেটটা ভরে
বাঁচবো আর কতদিন
ঢিল ছুড়ে মারবে আমায়
ছটপটায়ে জীবন যাবে
অল্প আয়ু করবো কি রে?
রচনাকাল: ২৯-০৫-২০২৩
সময়: সকাল ১১:০০ টায়