২০২২ এর বিজয় এলো
বাঙালির ঘরে ঘরে
খুশিতে সবাই ভরপুর
সমগ্র বাঙালি জাতি
বিজয় ছিনিয়ে এনেছে।
বাঙালির গর্ব বিজয়কে পেয়ে
কোটি প্রাণ বিসর্জন দিয়ে
বিজয় পেয়ে জীবনে সবাই
স্বস্তিবোধ করে।
প্রতি বছর বিজয় এলে
সব কথা মনে করিয়ে দেয়
সেই ভয়াবহ কাহিনী
ডুকরে ডুকরে কেঁদে উঠে।
প্রিয় স্বজন হারানো পিতা-মাতা
আবার কান্না থামিয়ে
ভাবে বসে মনে মনে
বাংলাকে মুক্ত করতে পেরেছি।।
তারিখ :১১-১২-২০২২
সময় : সকাল ১০:২৫ টায়
দিনাজপুর ।