পিতা মাতা বৃদ্ধ হলে
কেন করো এমন তারে
ওদের জন্য করে যাও
ফলটা পাবে শেষদিনে।
তোমায় দিয়েছে চক্ষুদান
কেন করো অপমান
চাই না তাঁরা সোনার পালঙ্ক
একমুঠো ভাত পেতে চাই।
ক্ষুধা নিবারণ করতে চায়
বাঁচার একটু আশা চাই।।
তারিখ:২৯-০৫-২০২২
সময়: দুপুর ০৩:৩৫ টায়
দিনাজপুর।