এসে যাবে ২০২১ সাল
প্রাণভরে স্বাগত জানাবে
নতুন বছরকে
২১ তুমি ভালো থেকো।

আর মৃত্যুর মধ্যে জীবের
দিন পার না করতে হয়
মৃত্যু এত বেদনাদায়ক
যা ভাবলে খুব কষ্ট পেতে হয়।

দুঃখ হয় মন ভাল লাগে না
সব সময় অশ্রু ঝরে
বাঁচতে দাও খুশিমনে
২০২০ এর মত কাঁদায় ও না।

সবাই প্রতীক্ষায় আছে
নতুন বছরের সব হবে নতুন
যত গ্লানি দুঃখ যন্ত্রণা
সব মুছে যাবে।

নতুন আসার আগে..
নতুন কে জানাবে প্রাণের কাকুতি
তুমি নতুন আমরা নতুন
পথে যেন যাত্রা শুরু করতে পারি।

আর যেন কোনো মহামারীর
বাঁধা না আসে..!!
আতংকে দিন না কাটায়
সুন্দর স্বচ্ছ ভাবনা হবে
মোদের আশা।

রচনা কাল: ২১-১২-২০২০
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।