বিচ্ছেদ খুব বেদনাদায়ক
ভেঙে যাওয়া
দুইজন দুই দিকে
নদীর ঢেউ দুদিকে
বইতে থাকলে তাতে
খুব জটিলতার সৃষ্টি হয়।

সমাধানে আনা কষ্টকর
দুইজন পরস্পরে আবার
কোন জীবনে ঠাঁই হবে
নাকি ভেসে বেড়াবে।

গোছানো জিনিস অগোছাল
দুজনকে আঁকড়ে ধরে
আর থাকা হলো না
জীবনে কত কিছু বেদনাদায়ক;
ঘটনা হতেই থাকে।

তাই কোথায় গিয়ে ঠাঁই নেই
কোথায় হারিয়ে যায় বলা মুশকিল
তাদের দু'জনের এখন একক জীবন
অসহায় হয়ে যাওয়ায়;
দায়ভার কে নিবে....?

কোন ভালো কিছু
ভাগ্যে আছে কি না
ভাগ্যে থাকলে সবই মিলে
ভাগ্য খুঁজে বেড়াও মিলবে রতন।।

তারিখ:০১-১২-২০২১
সময়: রাত্রি ৩:৩০ টায়
দিনাজপুর।