যেখানে ভাগ সেখানেই রাগ
ভাগে গেলে যুদ্ধ বাঁধে
কি যে ক্ষতি বলা কঠিন
পৈতৃক ভিটা ভাগ;
আবাদি জমি ভাগ।

ভাগ হবে সহদরে
মানবে না কেউ কম বেশি
বেঁধে যায় মল্লযুদ্ধ
যুদ্ধে কারো প্রাণ যায়।

বিবাদ বাঁধে ভয়ঙ্কর
প্রতিশোধ নিবে এমন
সাজার রাস্তা ঠিক করে
পড়ে থাকলো ভাগ।

পড়ে থাকলো বাড়ি
পালায় বেড়ায় গা ঢাকা দেয়
খুঁজে তারে ধরবে বলে
খুঁজে পাই একটা সময়।

যদি করতো সমঝোতা
সুখের বাস সবার হতো
বিবাদে বিবাদে দিন গেলো
ভাগ নিয়ে মহামারী
ভাগের ধর্ম ভাগ করা‌।।

তারিখ:১২-০৮-২০২৩
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।