বাঙালিকে বাংলা ভাষায়
কথা বলতে দিবেনা
ভাষার বিরুদ্ধে মৃত্যু
যজ্ঞ চালিয়ে ছিলো।

সেই ভাষা আনতে যেয়ে
বিভিন্ন স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
ও দেশের জনগণ প্রাণ হারিয়েছে।

দিয়েছে প্রাণ,
ভাষা বুকে করে জড়িয়ে এনেছে
এখন বাংলা ভাষার জোয়ার
বয়ে যাচ্ছে।

বর্ষা এলে নদীর জোয়ার আসে
ভাষার জোয়ার সর্বদা বয়ে যাচ্ছে
জোয়ারে আর কেউ বাঁধ দিতে পারবে না
১৯৫২ সালে সেই বাঁধ ভেঙে চুরমার করেছে।।

রচনা কাল: ২২-০২-২০২১
সময়: দুপুর ১২:৩০ টায়
দিনাজপুর।