সংক্রামক কমার চেয়ে,
বেড়েই চলেছে
সারাবিশ্বের দ্বিগুণ হারে
মানুষ মরতে শুরু করেছে।
প্রাণীকুল আর কোথাও
আস্থা পাচ্ছে না
মরণ যেন জীবনকে,
আঁকড়ে ধরে রেখেছে।
বিশ্বে আজ মরন খেলা শুরু হয়েছে
মরণ কথাটা কোনো
ভালো কথা না
যা শুনলে সবার চোখ দিয়ে
দরদর করে অশ্রুজল বাহির হয়।
বাঁচার তাগিদে সৃষ্টিকর্তার কাছে
কত না প্রার্থনা করছে
ফল পাওয়া শুরু হচ্ছে না
প্রভুকে অনেক ডাকা।
হয়ে গেছে কিনা,
তাই তিনি সাড়া দিচ্ছেন না
তাহা কেউ বুঝতে পারছে না
তাহলে এমন কেন হচ্ছে..?
তবুও অনেক আশা নিয়ে আছে
আশা ছাড়ে নি
তাহার আদেশে হয়তো একসময়
মুক্তির দুয়ার খুলে যাবে।।
সময়কাল: ২৬-১১-২০২০
সময়: রাত্রি ১:০০ টায়
দিনাজপুর।