জীবনে এই ভালো এই মন্দ
কখন যে কি হয়..?
আছি ভালো হাসিখুশি
সামনে থেকে ধেয়ে আসে
দানবের তান্ডব।
জীবন করে ফেলে তছনছ
শান্তি চলে যায়,
হাহাকার আর আহাজারি নিয়ে
কাটতে হয় দিন।
সেই দানবের ধাক্কা সরতে চায় না
বাকি জীবনটা ধরে,
ভাবে বুঝি সব গেছে চলে
আসবে শান্তি ফিরে।
যে শান্তিটা বাসা বেঁধেছিল
মনের কুঠিরে
সেটা টেনে বের করে করেছে
সেই দানব।
আর মনের কোনে
কোন কিছু স্থান নিতে
পারতেছে না,আর অন্য কিছু।।