বারবার ফিরে আসে
স্বাধীনতা দিবস
এবার হবে একুশ সালের স্বাধীনতা
স্বাধীনতায় মেতে উঠবে দেশের জনগণ।

এই দিনটা কোথায় ছিল..?
জানতো না যে কেউ
অপেক্ষায় ছিলো বাঙালি
কবে হবে স্বাধীন।

অনেক ত্যাগের বিনিময়ে
দেশ যে হলো স্বাধীন
বছর শেষে ফিরে আসে
স্বাধীনতার ডাক।

কোলের শিশু জানতে চাই
দিনটি‌ কেন এত মধুর..?
এত কথা এতো গান
এতো ছুটাছুটি।

এত আনন্দ এই দিনটি
কেন এমন হয়..?
বয়স হলে পুঁথি খুলে
জানবে তখন সব।।

রচনাকাল:১৩-০৩-২০২১
সময়: দুপুর ১:৩০ টায়
দিনাজপুর