সৎ ব্যক্তিরা বারবার অসৎ
ব্যক্তির কবলে পড়ে,
নির্যাতিত হতেই থাকে
নিজে সামাল হয়ে থাকলেও
কিছুতেই রেহাই পায়না।
এরা সমাজের দুর্ধর্ষ প্রকৃতির লোক
অনেক প্রলোভন দেখাবে,
নানা ছিদ্র খুঁজতে থাকে
কিভাবে অন্যের ক্ষতি করবে।।
রচনাকাল: ১৪-১১-২০২০
সময়: রাত্রি ১২:০০ টায়