বাংলা ভাষা‌ সহজ ভাষা
এই ভাষাটি মাতৃভাষা
ভাষা বিরোধী যারা
আনবে‌ তাঁরা উর্দু ভাষা।

বাঙালিকে বলতে হবে
উর্দু দিয়ে কথা
কেমনে বলবে উর্দু ভাষা
শিখেনি তো আগে।

বাংলা ভাষা জন্ম ভাষা
জন্ম থেকে বাংলা ভাষা
ভাষার আন্দোলন শুরু হলো
ভাষা আনলো কেড়ে।

জীবন দিলো রফিক,‌শফিক
আরো যত আছে..!!
একুশে ফেব্রুয়ারি শহীদ বেদীতে
ফুলে ফুলে যাবে ভরে।।

চোখ মুছবে শহীদ জননী
আঁচলে বারবার।।

তারিখ: ১৯-০১-২০২২
সময়: দুপুর ১১:৩০ টায়
দিনাজপুর