বান ডেকেছে ধানের ক্ষেতে
ধানের মাথাটা ডুবিয়ে নিচ্ছে
বানের জলেতে..!!
মাথাল মাথায় কৃষক দেখে
হায়রে ফসল ডুবে গেল,
বানের জলেতে।
কি হবে না খেয়ে মরতে হবে
ঋণের বোঝা কেমনে হবে শোধ
সৃষ্টি যদি সহায় হয়
টেনে নিবে বানের জল।
আবার জেগে উঠবে ক্ষেতের ফসল
ফসল পাবো হেমন্তকালে
মনটা ভরবে খুশিতে অনেক
খাবো দুটি নতুন অন্ন।
পরিবার ও কাছের মানুষ নিয়ে
তাও বোঝাবো মনকে আমি
পেটে গেলো নতুন ধানের অন্ন
ভেবেছিলাম সব গেলো
পড়েছিল মাথায় হাত,
রক্ষা করল সৃষ্টিকর্তা;
বড় খুশি আমি।।
রচনা কাল:২৯-০৬-২০২১
সময়: রাত্রি ১০:০০ টায়