উৎসর্গ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ স্মরণে
বাইশে শ্রাবণ
কবি কনক প্রভা বকসী
শ্রাবণ আসে বারবার
কাঁদায় কিন্তু ততবার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৪১ সালের বাইশে শ্রাবণ
৭ই আগস্ট তিনি পৃথিবী
ছেড়ে চলে যান।
কলকাতার জোড়াসাঁকোর বাড়িতেই
তিনি মৃত্যুবরণ করেন
এই প্রিয় কবিকে হারিয়ে
কবির ভক্ত অনুসারীরা
কান্নায় ভেঙে পড়েন।
কবির অফুরন্ত কাব্যগ্রন্থ
তিনি বিশ্বকবি নামে খ্যাত হয়েছেন
১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন
কবি জমিদারি দেখতে এ দেশে আসতেন।
নওগাঁ পতিসর কাচারিবাড়ি
পাবনা শাজাদপুর কাছারিবাড়ি
কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি
শেষবার যখন দেখাশোনা
ছেড়ে চলে গেলেন।
তখন গান রচনা করেছিলেন
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন;
এই বাটে"
মৃত্যু হবে আর কোনদিন
পতিসরে পা রাখবেন না।
কবি মৃত্যুকে ঘিরে অনেক কিছু লিখেছেন
জন্ম একবার মৃত্যু একবার
বাইশে শ্রাবণ সবাই কবিকে স্মরণ করিবে
কবির ভক্তরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।
চোখের জলে হবে একাকার
এই বিশ্ব কবির প্রতি রইল
প্রানভরা নমস্কার ।।