বাঁচার একটু আশা চাই
থাকার একটু ঘর চাই
ভাগ্যে নাই থাকার ঘর
কোথায় একটা ঘর পাই।
মিলবে ঘর শেষ দিনে
সেই ঘরেতে আলো নাই
অন্ধকারে থাকতে হবে
সঙ্গী সাথী কেউ নেই।
একা একা থাকা
কাহারো নাই দেখা
কতদিন এমনিভাবে
কাটবে দিন আমার কী করে।।
তারিখ:২১-০৭-২০২২
সময়: বিকাল ০৬:০০ টায়
দিনাজপুর