আসতে দাও গরম
মরতে দাও মাঠে ঘাটে
গরমের জ্বালা তীব্র জ্বালা
অনল ও হার মানে।

শ্রম দিতে যায় মাঠে
রোদে ঘামে হয় যে শেষ
অকূল পাথারে প্রাণ জুড়াবে
ছায়া শীতল কোথায় পাবে।

টলে পড়ে জীবন যায়
খবরটা দেরিতে পাই
শীতে হয় জবুথবু
গরমে হয় ভাজা ভাজা।।

তারিখ: ১৪-০২-২০২৩
সময়: বিকাল ৫:০০ টায়
দিনাজপুর।