কেউ আছে মাটিতে
কেউ আছে পাটিতে
কেউ পায় বসার আসন
কেউ বসে মাটিতে।
ভাগ্য যার ভালো
তাহার দিকটা আলো
ভাগ্য যার ভালো না
হয়না জীবনে কিছুটা।
সারা জীবন খেটে মরে
ফুটেনি আর আশার আলো
এমনিভাবে কাটলো জীবন
ধরা ছেড়ে চলে গেল
হলো জীবনের সবই শেষ।।
তারিখ:২৪-০১&-২০২৩
সময়: সকাল ১০:৫০ টায়