আসছে ফিরে ভাষার মাস
মনে করাবে মুখের ভাষা
কেন খুলতে এসেছিলো..?
খুলতে দিবেনা ছাত্র-জনতা
তাইতো রাজপথে নামলো,
সারি সারি ছাত্র-জনতা।
নিষ্ঠুর গুলি চালালে
সারি সারি ছাত্র-জনতার
জীবন হারিয়ে গেলো
বাংলার বাংলা ভাষা,
কেন কেড়ে নিবে।
এ কোন অবিচার
মুখের ভাষা কেন বন্ধ করে
১৯৫২ এর ভাষা আন্দোলন
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে,
একুশ তারিখে বাংলায় ফিরে আসে।
সন্তানহারা মায়েরা কষ্ট পায়
আঁচলে চোখ মুছে ভাবে
সন্তান বুঝি আবার ফিরে আসবে
আরো ভাবে আমাদের সন্তানেরা,
যদি না থাকতো।
কিভাবে ভাষা ছিনিয়ে আনতো
সবার মুখে আবার বাংলা ভাষা
ভরে রাখা হয়েছে।।
রচনাকাল:২০-০১-২০২১
সময়: রাত্রি ২:০০ টায়