বিদায় নিচ্ছে বসন্তঋতু
আসবে আবার গ্রীষ্ম কাল
আনবে সাথে হাওয়ার গাড়ি
ভাঙ্গবে বৃক্ষ মরমরিয়ে।

ছিটাবে ধুলাবালি
করে দিবে জগৎটা ঘোর অন্ধকার
পথিক যাবে পথ হেঁটে
বলবে কি জঞ্জাল...?
সব যে ধূসর করে দিলো
চলবে কেমনে পথঘাট।

গ্রীষ্মের রূপ এমনটাই
বলে তাহা লাভ নাই
চৌচির খরতাপ ঝড়ো হাওয়া
তৈরি করা হলো তাঁর কাজ।।

রচনাকাল: ২৫-০৩-২০২১
সময়: সকাল‌১০:০০ টায়
দিনাজপুর