আষাঢ়ের দিনটায়
কেন লাগে রাগটা
এলো আজি বর্ষা
ভিজে ভিজে হই শেষ।
কখন যে নামে ঢল
দিক বেদিক নাই জ্ঞান
ভরে ফেলে নদনদী খাল বিল
আরো ডুবে বাড়িঘর।
দাঁড়াবার ঠাঁই নাই
একি হলো আষাড়ে
আষাঢ় আষাঢ়..!!
করো ভাই বার বার।
মজাটা দেখে নাও
আষাড়ের দিনেতে
নৌকায় উঠালে দাঁড় টানে মাঝিরা
স্রোতে স্রোতে ভেসে যায়
হাওয়ার টানেতে।
আষাঢ় আষাঢ়
প্রাণ প্রিয় সখিরে
বেলা গেলো ডুবে তাই
উঠে বসো নৌকায়।
ঘুরে বেড়ায় নদীতে
ঘনিয়ে এলো রাত্রি
চলে যাই বাড়িতে।।
তারিখ:১৫-০৬-২০২২
সময়: বিকাল ০৫:০০ টায়
দিনাজপুর