বার বার আসে যায়
কেন এত মন ভার
নিয়ে যাবে এনে দেবে
কাজ তার এই কাজ।
মানুষের বোঝাটা
সৃষ্টির মাথাতে..!!
আনা নেওয়া কাজ তাঁর
রাত দিন নাই তাঁর।
নিয়ে যাচ্ছে পালকিতে
এনে দিচ্ছে সোনার তরীতে
খুশি থাকো...!!
হয়ো না বেজার।
চলে গেলে আসা যায়
কেন এত মন ভারি
হাসি খুশি থাকো তবে
খেয়ে নাও পেট ভরে।
ঘুম নাও চোখ জুড়ে
হাতে রাখো কিছু টাকা
বিকায় খাবে কিছু তা
নাই কোন চিন্তা
পূরণ হবে অনেক আশা।।
তারিখ:২৮-০৭-২০২২
সময়: দুপুর ১:০০ টায়
লিখেছেন: কবি কনক বকসী
দিনাজপুর।