আনো কেন ঝড়বৃষ্টি
আনো কেন ধুলাবালি
ভাঙ্গো কেন ঘরবাড়ি
ভাঙ্গো কেন গাছের ডাল।

ভিজিয় দাও বসুমতি
খরা থেকে রক্ষা পাওয়াও
সেটা হলো মহৎ কাজ
আসো তুমি হনহনিয়ে,
ভয়ে কাঁপে জীব সকল।

কি যে হয়..?
এই বৈশাখের আগমন
সুন্দর হোক সফল হোক
ধন্য হোক তোমার আসাটা।

নতুন বছর বরণ হোক
বৈশাখী গান গেয়ে
ভালো খাবার সব বাঙালি
পেয়ে থাকে যেন।

বলতে পারে এবারের বৈশাখে
খেয়েছি মন ভরে
বৈশাখ থাকুক চির অম্লান
বছর পরে আসে যেন,
ভাবমূর্তি ভালো নিয়ে।।

রচনা কাল: ০২-০৪-২০২১
সময়: দুপুর ১১:২০ টায়
দিনাজপুর