আমি মাঘ
কঠিন শীতের মাস
সবাই তাহা জানে
আমার শীতে সবাই কাবু।
কেবল একা কেন
কাঁপবে বনের পশু
কাঁপবে আরো যত জীব আছে
শীতের পর শীত
জোগাড় অরে আনি।
তারপরেতে ঠান্ডা হওয়া
কামড়ে ধরে দেহের সাথে
সহ্য করতে হবে
একটা মাস এমনভাবে,
পার করতে হবে।
বসন্ত বলেছে আসতে দাও
আমি প্রস্তুত হয়েই আছি
মাঘের পর আমি ফাগুন
আর এত ধাক্কা সইতে হবে না।।
রচনা কাল: ৩০-০১-২০২১
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।