আমার জন্মভূমি আপন ভূমি
জন্মেছি আমি এই মাটিতে
সবুজ ঘেরা মাঠে...!!
পেয়েছি কত রং বেরঙের
প্রাকৃতিক সম্ভার।

পেয়েছি আকাশ বাতাস
চন্দ্র সূর্য গ্রহ তারা
ফুল ফল মাঠ ভরা
ফসলের মাঠ।

আরো পেয়েছি সাগর নদীর
উত্তাল ভরা ঢেউ
ঢেউয়ের তালে তালে
মনটা হয় উদাসীন।

এই ভূমিতে জন্ম
এই ভূমিতে হবে
জীবনটা একদিন নিঃশেষ
তবু থেকে যাবো আপন ভূমিতে
গেয়ে যাব জীবনের জয়গান।।

তারিখ:১৪-১২-২০২১
সময়: সকাল ০৮:০০ টায়
দিনাজপুর