আমার অনেক আছে
সৃষ্টি দিয়েছে জীবনটায়
অনেক জ্ঞানের জ্ঞানের কথা
আমার অনেক আছে।
প্রতিদিন লিখতে পারি
আমি অনেক লেখালেখি
কাগজের পাতায় পাতায়
ভরে যায় কত কবিতা গল্প
গান ছড়া প্রবাদ বাক্য,
আরো কতকিছু।
আমার অনেক আছে
মনে আছে অনেক ভাবনা
চিন্তা গবেষণা অলৌকিক কথা
আমার অনেক আছে
ঘরে বসে খেতে পাই
মন ভরে সুখাদ্য।
হন্যে হয়ে খুঁজতে হয় না
আহার আহার করে
অনেক থাক হয়ে যাক
আরও অনেক বেশি ।।
রচনা কাল: ২৬-০৪-২০২১
সময়: রাত্রি ৩:৩০ টায়