প্রকৃতিকে আলো দিয়ে সাজানো
উৎসবের বাড়িটা কৃত্রিম
আলো দিয়ে ঝলমলে করে দেওয়া
বাড়িতে বিয়ে অনুষ্ঠান,
তাই গোটা বাড়িটা আলোকিত করেছে।
বর যাবে কনের বাড়ী
আনবে বধু ঘরে
বাড়িতে আত্মীয়ের সমাগম
ঢাকঢোল সানাইয়ের সুর
যাবে রওনা হয়ে
মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল
কালো ছায়া সব মলিন করে দিলো
আলোকসজ্জার বাতির তারে
জড়িয়ে বরের করুণ মৃত্যু হলো।
বাড়িতে কেবল কান্নার শব্দ
সব নিস্তব্ধ হয়ে গেলো
এলাকায় শোকের ছায়া
অনুষ্ঠান পন্ড হয়ে গেলো।
পিতা-মাতা ছেলেকে হারিয়ে
কান্না যেন থামছে না
পুত্রবধুর মুখ আর দেখা হলো না
কন্যা বধূ সাজতে পাললো না।
বর নতুন বউ ঘরে
তুলে আনতে পারল না
এমন মর্মান্তিক ঘটনা
যেন না ঘটে
যার নাম বৈদ্যুতিক
মুহূর্তে সব পন্ড করে দিতে পারে।।
তারিখ: ০১-১২-২০২১