মনের বেদনা
নিজের মনের বাসনা
পূরণ করতে না পেরে
অনেক দুঃখ প্রকাশ।
মনটা ভাঁজে ভাঁজে
সংকুচিত হতে থাকে
জীবনটা যেন দুমড়ে-মুচড়ে যায়
হতাশা ভোগ করতে থাকে।
কীভাবে এই মনের
আক্ষেপ দূর করবে
পূরণ করতে হলে
সম্পদের প্রয়োজন।
কিছুই নাই তাই
জীবিতকালে পূরণ হওয়ার
কোন উপায় দেখতে পাচ্ছেনা
যদি আক্ষেপ থেকে যায়।
বলবো ভাগ্যের লেখা
এভাবেই চলে যেতে হলো
মনের অনেক বেদনা নিয়ে।।
তারিখ:০২-০২-২০২২
সময়: দুপুর ০৩:০০ টায়
দিনাজপুর