এক আকাশে এতো মেঘ
খণ্ডে খন্ডে হবে ভাগ
কেউ যাবে পূর্ব আকাশে
কেউ যাবে পশ্চিম আকাশে।

কোথায় আবার চলে যাবে
দেখা হবে না অনেক দিনে
যদি না চায় মেঘ ফিরে
খরায় মরে দুনিয়াটা।

মেঘের পায়ে ধরতে হয়
দেও বাবা দেও জল
মেঘ বুঝে সব কথা
মজা দেখে আকাশ থেকে।

কখনো ডুবাই কখনো পোড়ায়
কাজের মধ্যে দুই তার।।

তারিখ:২৩-০৮-২০২২
সময়: দুপুর ০২:০০ টায়
দিনাজপুর।