আকাশ ভরা তারা
মন ভরা আশা
মনে থাকে অনেক কথা
দেখা যায় না চোখে।

আকাশের তারা জ্বলজ্বল করে
তাকিয়ে দেখে চোখে
মনটা থাকে লুকিয়ে
কেমনে দেখে চোখে।

নিজের মনে গুমড়ে মরে
কেউ দেখেনা চোখে
আকাশের শক্তি অনেক
সাজিয়েছে সারি সারি।

মনের কুঠির ছোট কুঠির
প্রসার হয় না অনেক।

রাত্রি: ১২:০০ টায়
৪-০৮-২০২২