আকাশ চুপচাপ নীরব
মেঘ কোথায় থেকে এসে
আকাশের সাথে সংযুক্ত হয়
মেঘ ঝড়-বৃষ্টি আনে।
ঝড় শিলা বজ্রপাত
অনেক কিছুই করে
আকাশকে আর ভালো
থাকতে দেয় না।
দোষ চাপে আকাশের উপর
আকাশ খুব খারাপ
কোথায় থেকে দুর্যোগ
টেনে এনেছে।
মর্ত্যের সবকিছু নষ্ট করে
মেঘ যদি বৃক্ষের মাথায় থাকতো
বৃক্ষকে দোষ দেওয়া হতো
একজনের দোষ আরেকজনের;
ঘাড়ে এসে পড়ে।।
তারিখ: ২৫-১২-২০২১
সময়: সন্ধ্যা ৭:৩০ টায়