আকাশটা আমার
আমি যে মাটিতে বসত করি
যতদূর তুলবো ইমারত
যদি ঠেকে আকাশে।

হলো আমার আকাশটা
ইমারতে পাবো আমি
ছুইবো আকাশটা
আকাশ নিয়ে চিন্তা অনেক।

আকাশ ধরা বড় কঠিন
কেঊ পাই‌ নাই আকাশ আজও
শূন্য হয়ে ঘুড়ে বেড়ায়
কখনো সাদা কখনো নীল।

কখনো ঘন কালো
রূপ বদলায় ক্ষণে ক্ষণে
কোথায় যায় ভেসে
আকাশ নিয়ে ভেবে
কি যে হবে ফল।

যার নাই কুলকিনারা
তীরে উঠা কঠিন।।

তারিখ:০৪-০৮-২০২২
সময়: বিকেল ০৫:০০ টায়
দিনাজপুর।