আগুন হয় না আপন
করে দেয় নিমিষেই সব শেষ
যার অস্তিত্ব কেবল
এক মুঠো ছাই।
তার ধর্ম কেবল ভস্মিভূত করা
কারো প্রতি কোন মায়া নাই
আফসোস নাই...!!
শুনেনা কোন চিৎকার-চেঁচামেচি।
নিজের মতো জ্বলতে থাকে
শোনে না কোন
কোলের শিশুর কন্দন
বাবা-মায়ের গগনবিদারী চিৎকার।
আগুনের সমাধান কেবল জল
কেবল জলের কাছে হার মানে
জল তো নিজে হাঁটতে পারে না
যদি হাঁটতে পারতো..!!
জল নিজে যেয়ে
আগুনকে শান্ত করতো।
মানুষ সুযোগ পেলে
জল দিয়ে আগুন নিবৃত্তিঃ করতো
তাঁর আগে কিছুই করার নাই
আগুনে প্রাণ যাওয়া কি কষ্ট।
জীবনটা পুড়ে পুড়ে ঝাঁঝরা হয়
অগ্নি সৃষ্টির তৈরি..!!
অগ্নিকে দেবতা মনে করে
অগ্নিকে পূজা করে..!!
ফুল ফল দিয়ে;
অগ্নি যেন চুপচাপ থাকে।
যদি রাগে পৃথিবী
অঙ্গার করে ছাড়বে
তাই ধার্মিক ব্যক্তিরা
তাঁর আরাধনা করে
শান্ত রাখার চেষ্টা করে।।
তারিখ:২৯-১২-২০২১
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর