বাঁশের খাটিয়ায় ঘুমায় না
বেগুন পোড়া ভাত
আর খায় না কেউ..!!
চলে গেছে আগের যুগ
এসেছে এখন নতুন যুগ।

আর নয় ছেঁড়া কাঁথা
বধুর পরনে ছেঁড়া শাড়ি
চাষীর মাথায় মাথাল
কাঁধে নাঙ্গল জোয়াল।

হয়েছে এখন কত সুখ
দিনে দিনে বহু দিনে
গবেষণায় এনে দিয়েছে
অনেক অনেক সুখ।

মাড়াই করে মেশিনে
স্বল্প সময়ে হয়ে যায়
হয়না গায়ের খাটুনি
যত চাইবে সুখ,
সৃষ্টি ঢেলে দিবে ।

থাকো ভালোভাবে
সবাইকে সম্মান দেখাও
থাকো সবার অন্তরেতে
বিবাদ ভুলে হয়ে যাও
অনেক ভালো মানুষ।।

তারিখ:২৯-০৪-২০২২
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর