খোকন ছেলে দাওয়াই বসে
ভাবছে অনেক কিছু
বলছে দেখে সারাটা দিন
এত আঁধার কেন?

মেঘে কেন আছে ঢেকে সূর্যমামাটি
আঁধারে আঁধারে জীবনটা যেন
না হয় আঁধার
আলো কবে ফিরে আসবে.?

ভাবছে বসে দাওয়ায়
আঁধারে গিয়েছে লুকিয়ে সব
খুঁজবে কত দিনে..?
এমন দিন দেখিনি কোনদিন
আজকের পরেরদিন পাই যেন
আলোর রূপের ছটা।।

রচনা কাল:২৪-০১-২০২১
সময়: রাত্রি ৩:৫০ টায়
দিনাজপুর।