আছি আনন্দে যাবো নিরানন্দে
যাওয়া পরপারে
পৃথিবীতে অনেক আনন্দ
পরজগতে কষ্ট।

যাওয়ার সময় মনটা
ভারী হবে অনেক
কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে
চলে যেতে হবে

কি হবে ওখানে
ফিরে এসে বলা যাবে না।
কঠিন শাস্তি
তাই ওখান থেকে
কাউকে ফেরায় না।

বলে দিলে সৃষ্টির সব
কর্মকাণ্ড জানতে পারবে
জানলে কেউ ভুলে আর
অগ্রসর হতো না।

সবসময় পূর্ণ সঞ্চার করতো
ইহকাল পরকাল ভাবা
একটা মহৎ কাজ।।

তারিখ:২৮-০৭-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।