পরজগতে আছে নীল আকাশ
মুক্ত বাতাস..আছে বসবাসের ঠাঁই
নাই যদি থাকে...!!
এত জীব কোথায় যায়।

সৃষ্টি দিয়েছে ঠাঁই
তাই আছে পরজগতে
কত আসে কত যায়
জমা হয় বারবার।

চোখ ফিরে তাকায় না
চলে যায় হাসিমুখে
কবে আবার ছাড়া পাবে
আসবে আবার পালকিতে চড়ে।

কে ছিল সে..?
কোন জানা নাই
ভাবে তারা নতুন অতিথি
এসে গেলো ধরাধামে ।

থাকবে কতদিন
বলতে না পারে
গড়বে সংসার বাঁধবে ঘর
খাবে মজা করে ।

ঘুমাবে চোখ বুঁজে
গভীর কাল রাত্রিতে
সকালকে জানাবে স্বাগত
ভালো থাকো
দিনটি ভালো যেন পার হয়।

তারিখ: ০৬-০৬-২০২২
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর