২৬শে মার্চ স্বাধীনতা দিবস
চলে এলো
খুশিতে আছে সবাই
শহীদ বেদীতে সম্মান জানাবে
ফুলে ফুলে ভরে দিবে
শহীদ অঙ্গখানি।
নাচবে গাইবে বলবে
সেই ভয়াল দিনের কথা
২৬শে মার্চ ইতিহাসের পাতায়
আছে লিপিবদ্ধ হয়ে
ফুরিয়ে যায় না
দিনটি মোদের
আবার আসে ফিরে।।
রচনাকাল:২৪-০৩-২০২১
সময়: সকাল ৯:৩৫ টায়
দিনাজপুর