বাংলার ১৪২৮ নতুন বছরটা
যেন ঘাপটি মেরে আছে
আনছে না আর এক পশলা বৃষ্টি
হওয়া বাতাস।
তীব্র দাবদাহে প্রাণীকুল
হাঁপিয়ে উঠেছে..!!
কবে আসবে স্বস্তির বৃষ্টি..?
কবে জুড়াবে জীবের প্রাণ।
বৈশাখ চলে নিজের গতিতে
যা মন চায় তাই করে
বৈশাখ তত্ত্ব আনে..!!
তার একটি স্বভাবজাত অভ্যাস।
তাকে ডেকে ডেকে স্মরণ করে
যেটুকু ফল পাওয়া যায়
সেটাই মেনে নিতে হবে
যদি আনে একটু বৃষ্টি,
জাতির একটু জীবন জোড়াবে।