জানাও আবেদন
করো প্রার্থনা
সৃষ্টি কেন তুমি ঘুমায়ে
ঘিরেছে শত্রু ধরেছে টেনে
খাচ্ছে জীবন গিলে গিলে।
স্বজন হারিয়ে হচ্ছে নির্বাক
কত‌ আর সইবে এই জীবনটায়
কেন এত দুর্দিন
হয়েযাক সুদিন।।

রচনা কাল:১৫-০৭-২০২১
সময়: রাত্রি ১০:০৫ টায়
দিনাজপুর।