বছর পূরণ হলো ভেবেছিলো
মহামারী বিদায় নিবে
বিদায়ের কোন লক্ষণ নাই
আবার মহামারী তীব্র,
আকার ধারণ করছে।
আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে
প্রতিদিন অনেক প্রাণহানি ঘটছে
সবাই দিশেহারা।
শান্তিতে বসবাস আর নাই
কি এক মরণব্যাধির হানা..?
মানুষের জন্য এটা গলার কাঁটা।।

রচনাকাল:৩১-০৩-২০২১
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর ‌।