সামনে আছে অনেক নদী
বাইবো আর কত নদী
বৈঠা হাতে মাঝি চলে
বিরাম নাই একটু সময়।
যদি চাই বিরাম নিতে
মুখের আহার কোথায় পাবে
অন্য পেশা জানা নাই
উপায় খুঁজে নাহি পায় ।
তাই ছাড়ে না বৈঠা
চলতে থাকে দিনে রাতে
এমনিভাবে কেটে যাবে
জীবনের সময়টা।।
তারিখ:২৬-০৮-২০২২
সময়: সকাল ০৯:০০ টায়
দিনাজপুর