আজ ভালো
কাল মৃত্যু সে জানেনা
তাঁর মৃত্যু হবে
সুস্থ সবল তরতাজা
বয়স কিশোর কিন্তু মৃত্যু।
ভাইরাসের হানা
বাঁচতে দিচ্ছে না
গুরুতর অসুস্থ শ্বাসকষ্ট
হাসপাতালে ছিট নাই।
বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে
মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে
মৃত্যুর অভিযোগ কার কাছে দিবে
ছেলের অপরাধ বাবার কাছে নালিশ।
মৃত্যুর নালিশ কার কাছে
তাই মৃত্যু হয়ে যাচ্ছে
কিছুই করতে পারছে না
কেবল গগনবিদারী কান্নাকাটি।
চুপ করে বসে থাকে
কোন সমাধান নাই
সইতে হবে দুনিয়া
এই পুরস্কার দেয়।
দুনিয়ার ফুল ফল সুখে খাওয়া
মখমলি বিছানায় ঘুমানো
তাহারই এই পুরস্কার রাশিরাশি মৃত্যু।।
রচনাকাল:০২-০৭-২০২১
সময়: রাত্রি ১১:৩০ টায়