১৬ই ডিসেম্বর বিজয় দিবস
দিনটা বড় খুশির দিন
যেদিনে বাঙালি বিজয়
ছিনিয়ে এনেছিল..!!
প্রতিবছর ১৬ ডিসেম্বর
বিজয় দিবস পালিত হয়।
দেশকে স্বাধীন করতে
শত্রুর সাথে যুদ্ধ করতে হয়েছিলো
গোটা বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিলো
মহান নেতার ডাকে..!!
বিজয়কে ঘিরে...!!
দেশে অনেক উৎসব চলে।
শহীদ বেদিতে ফুল অর্পন
নাচ-গান আলোচনা
অনেক কিছু হয়ে থাকে
সরকারি ছুটি ও পেয়ে থাকে।
সবাই যাতে খুশিমনে
দিবসটি পালন করতে পারে
বিজয় বারবার ফিরে আসবে
বাঙালির ঘরে ঘরে।।
তারিখ:০৬-১২-২০২১
সময়: সকাল ১১:৩০ টায়
দিনাজপুর