নীতির অভাব ঘিরেছে চতুর্দিক,
কোথা নেই আজ, ছিলো যত মানবিক ।
বিক্রি হয়েছে সস্তা দরের লোভে,
প্রেম-ভালোবাসা পরিণত আজ ক্ষোভে ।
নিকটাত্মীয় হয়েছে দূরের লোক,
জায়গা নিয়েছে আগাছা বিয়োগ শোক ।
ভুলেছে সকলে আপন প্রভুর নাম,
সৃষ্টি করেছে যে, বিশ্ব-ধরাধাম ।
আত্মকেন্দ্রিকতাই এখন সব,
ছেড়েছে সকলে মেলামেশা, কলরব ।
সম্মানী লোক বেজ্জত পথে-ঘাটে,
কেউবা আবার অনায়াসে গলা কাটে ।
কারো মনে নেই ভক্তি নীতির প্রতি,
বিবেকের গায়ে টেনেছে পূর্ণ-যতি ।
সকলে এখন চড়েছে গতির রথে,
নৈতিকতার অবক্ষয় যে পথে ।
অবক্ষয়ও চলছে নিজের মতো,
সমাজের গায়ে হচ্ছে মরণ ক্ষত ।
২০/৭/১৬
রাত ১:১৭