হারিয়ে গেছে মানবতা, বিবেক, নীতি, বোধ
ক্ষমার সাথে জায়গাবদল ক্রোধ ও প্রতিশোধ ।
হারিয়ে গেছে স্বদেশপ্রীতি, ভাষার প্রতি টান,
নদ ও নদীর নাব্যতা আর প্রবল কলতান ।
হারিয়ে গেছে সত্যভাষণ, শ্রদ্ধা-স্নেহ সব,
সবখানে আজ মিথ্যাচারী করছে কলরব ।
হারিয়ে গেছে সংস্কৃতি, ভাটিয়ালি গান,
প্রিয়ার প্রিয় খুনসুটি আর মধুর অভিমান ।
হারিয়ে গেছে খোদাভীতি, দ্বীনের প্রতি টান,
অনাথ কিবা দারিদ্র্যকে মুঠো ভরে দান ।
হারিয়ে গেছে সকল ভালো কিংবা উদার মন,
ভালো স্থলে এখন শুধু কালো'র বিচরণ
12/03/2016
09:26PM